প্রকাশিত: Sat, Dec 2, 2023 12:58 PM
আপডেট: Thu, Jul 3, 2025 4:11 PM

[১]৭ দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা ইসরায়েলি বাহিনীর, ৭০ ফিলিস্তিনি নিহত

রাশিদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর এ হামলায় আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ হতাহতের কথা জানিয়েছে। আল জাজিরা, জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল, হারেৎজ

[৩] এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হামাস যুদ্ধ বিরতি ভঙ্গ করেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের তা দেওয়া হয়নি।

[৪] গাজা সিটি থেকে স্থানীয় সময় সকাল সাতটা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) থেকে ইসরায়েলি বিমান বাহিনী ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়। পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ার অভিযোগও করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

[৫] ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ সিটিতে অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই শহরটি মিশর ও গাজার সীমান্তপথ রাফাহ ক্রসিংয়ের কাছে। কাছাকাছি সময়েই উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে বিমান বাহিনীর গোলায় নিহত হয়েছেন আরও ২ ফিলিস্তিনি। গাজার আল আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন বিবিসিকে। 

[৬] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘হামাস চুক্তির শর্ত মানেনি। যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল যে নিজেদের মধ্যে থাকা জিম্মিদের মধ্যে সব নারীকে তারা মুক্তি দেবে; কিন্তু হামাস তা করেনি। উপরন্তু আজ শুক্রবার ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।’

[৭] তিনি বলেন, ৩টি লক্ষ্য অর্জনের জন্য আমরা যুদ্ধ করছি। হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্ত করা, হামাসকে নিশ্চিহ্ন করা এবং ভবিষ্যতে গাজা উপত্যকা যেন আর ইসরায়েলের নাগরিকদের জন্য হুমকি হয়ে না উঠতে পারে তা নিশ্চিত করা।

[৮] এদিকে ইসরায়েলকে আবারও যুদ্ধ শুরু করার জন্য ‘সবুজ সংকেত’ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে হামাস। গাজায় হামাস-চালিত সরকারি মিডিয়া অফিস যুদ্ধবিরতির সমাপ্তির প্রতিক্রিয়া জানিয়েছে, ইসরায়েলকে যুদ্ধ এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। 

[৯] ইসরায়েল শুক্রবার সকালে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। হামাস দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে এবং গাজা উপত্যকায় সংঘর্ষ শুরু হয়।

[১০] হোম ফ্রন্ট কমান্ড শুক্রবার সকালে গাজা সীমান্তের কাছাকাছি সম্প্রদায়ের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। উত্তর গাজার গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে, ফিলিস্তিনি মিডিয়াও গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে। মধ্য গাজার নেটজারিম জংশনের কাছে অগ্নিকাণ্ড ছাড়াও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। 

[১১] শুক্রবার সকালে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। মধ্যস্থতাকারীরা ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের আরও মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছে রাতারাতি অতিরিক্ত দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর জন্য কাজ করছিল, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 

[১২] মধ্য ইসরায়েলের হলন পৌরসভা শুক্রবার সকালে ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি শেষ হওয়ার কারণে শুক্রবার স্কুলগুলি চলবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব